ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

মানিকগঞ্জে মেলা থেকে বোমা উদ্ধার, ধ্বংস করলো র‌্যাব

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৭:৫৮, ২৩ জানুয়ারি ২০২৪
মানিকগঞ্জে মেলা থেকে বোমা উদ্ধার, ধ্বংস করলো র‌্যাব

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশের ‌মা বুড়ির মেলায় দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা উদ্ধারের পর ধ্বংস করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জের র‌্যাব-৪ (সিপিস-৩) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে বলাকা সংসদ ক্লাবের সামনে মা বুড়ির মেলায় একটি বোমার মতো বস্তু দেখতে পান স্থানীয়রা। তারা মানিকগঞ্জ সদর থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। এরপর মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান, র‌্যাব-৪ (সিপিস-৩) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন এবং র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে যায়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বোমার বিষয়টি বুঝতে পেরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেন। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে দুপুর আড়াইটার দিকে বোমাটি উদ্ধার করেন এবং অন্যত্র সেটির বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। 

আরো পড়ুন:

র‌্যাবের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, বোমাটি উদ্ধারের পর অন্যত্র নিয়ে ধ্বংস করা হয়েছে। যারা এ ঘটনায় জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়