‘নারী নেতৃত্ব হারাম’ বলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম আলী ইজারাদার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলাকালে ‘নারী নেতৃত্ব হারাম’ বলে বক্তব্য দেওয়া বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম আলী ইজারাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) রাতে মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মোংলা থানায় মামলাটি করেন।
একরাম আলী ইজারাদার ২০২১ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
মামলার বাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ৩০ ডিসেম্বর বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুন্দরবন ইউনিয়নের মুসল্লীপাড়া এলাকায় বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র পার্থী ‘ঈগল’ প্রতীকের ঈদ্রিস আলী ইজারাদারের পক্ষে নির্বাচনি সভার আয়োজন করা হয়। ওই সভায় ‘নারী নেতৃত্ব হারাম’ বলে অবমাননাকর ও আক্রমণাত্মক বক্তব্য দেন সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম আলী ইজারাদার। যার ফলে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে। ইউপি চেয়ারম্যান একরাম আলী ইজারাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ইউপি চেয়ারম্যান একরাম ইজারাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
শহিদুল/মাসুদ