ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জসীম পল্লী মেলা

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২৪ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:২৬, ২৪ জানুয়ারি ২০২৪
২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জসীম পল্লী মেলা

পল্লী কবি জসীম উদদীন। ফাইল ছবি

ফরিদপুর শহরতলীর অম্বিকাপুরে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জসীম পল্লী মেলা। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে কবির জন্ম বার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আ. কে আজাদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মো. কামরুল আহসান তালুকদার।

মেলার প্রচার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলী বলেন, ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। মেলায় সার্কাসের সঙ্গে থাকবে গ্রাম বাংলার লোকজ, কারু ও চারু পণ্যের পসরা সমৃদ্ধ ২২০টি স্টল।

‘মেলার মাঠে জসীম মঞ্চে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরসহ দেশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এ মঞ্চে গান, নাচ, আবৃত্তি, নাটকসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।’ যোগ করেন তিনি।

তামিম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়