ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

‘কাল থেকে শীত আরও বাড়তে পারে’

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৪ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:২৪, ২৪ জানুয়ারি ২০২৪
‘কাল থেকে শীত আরও বাড়তে পারে’

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী। তিনি বলেন, আজ সারাদিন জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে কলাপাড়ায় উপজেলায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

শীতের মধ্যে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুশ্চিন্তায় পড়েছেন শীতকালীন সবজি চাষিরা। ইতিমধ্যে ক্ষতির মুখে পড়েছেন তরমুজ চাষিরা। জেলার সব হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

কলাপাড়ার বালিয়াতলী এলাকার তরমুজ চাষি পারভেজ মিয়া বলেন, চলতি বছর ২ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। ইতিমধ্যে চাষা রোপণের কাজ শেষ হয়েছে। ঘন কুয়াশা এবং বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয়েছে। তবে বেশি বৃষ্টি হলে বড় লোকসানের মুখে পড়বো।

কলাপাড়া পৌর শহরের রিকশাচালক ইদ্রিস আলী বলেন, রাতে সামান্য বৃষ্টি হয়েছিল। সকালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে গেছে। অনেক নিচু স্থানে পানিও জমে গেছে। বৃষ্টির কারণে শীত আরও বেশি অনুভূত হচ্ছে।

ইমরান/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়