ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

চাঁদপুরে মেঘনা নদীতে কম্বিং অপারেশনে বেহুন্দি জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ২৪ জানুয়ারি ২০২৪  
চাঁদপুরে মেঘনা নদীতে কম্বিং অপারেশনে বেহুন্দি জাল জব্দ

চাঁদপুর সদরে তীব্র শীত ও বৃষ্টির মধ্যেও মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ৩৫টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দিনব্যাপী এ অভিযান শেষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান প্রসঙ্গে চাঁদপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’র আওতায় কোস্ট গার্ড এবং সদর মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মেঘনা নদীতে এই বিশেষ কম্বিং অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রাজরাজেশ্বর, হরিণা ও আলুরবাজারের আশপাশ এলাকায় টহল চালানো হয়। তখন নদীর এসব স্থান হতে ৩৫টি বেহুন্দি জাল জব্দ শেষে আগুনে পুড়িয়ে বড় স্টেশন মোলহেডে ধ্বংস করা হয়। তবে এই অপারেশনে কাউকে আটক করা যায়নি।

এসময় চাঁদপুর সদরের ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারি মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুরের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অমরেশ/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়