ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

চাঁদপুরে ১৪২ সেচ পাম্পেও চাহিদা মিটছে না কৃষকদের

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২৪ জানুয়ারি ২০২৪  
চাঁদপুরে ১৪২ সেচ পাম্পেও চাহিদা মিটছে না কৃষকদের

চাঁদপুর জেলার মৌসুমী কৃষকরা চাহিদা অনুযায়ী চাষের জমিতে পানি দিতে না পারায় হতাশায় রয়েছেন। তাই সেচ সুবিধায় অন্তত বিকল্প ড্রেনেজ ব্যবস্থা রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন কৃষকরা।

বুধবার (২৪ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জের পাতানিশ, বলিয়া, বেলঘর দক্ষিণ, হাড়িয়াইন উত্তর, লাউকরা পশ্চিম, রাজাপুরা দক্ষিণ, আকানিয়া পশ্চিম, পদুয়া কৃষি মাঠসহ বেশ কিছু স্থানে ঘুরলে কৃষকরা সেচ সংকটে তাদের এসব কথা তুলে ধরেন। যদিও বিএডিসি কর্তৃপক্ষ বলছেন সংকট কাটাতে বৃহত্তর বরাদ্দ ও প্রকল্প আনার কাজ চলছে।

কৃষক লোকমান বলেন, আমাদের এখানে প্রায় এক হাজার একর আবাদি জমিতে পানির অভাবে চাষাবাদ করতে সমস্যা হচ্ছে। কিছু মাঠে বিএডিসির সেচ প্রকল্পের মোটর থাকলেও পরিচালনার অভাবে সেগুলো ইরি-বোরো চাষাবাদে তেমন কোনো কাজে আসছে না। 

আরো পড়ুন:

পাতানিশ গ্রামের কৃষক মমিন বলেন, সেচের পানির জন্য নিজেদের অর্থায়নে নিজেরাই খাল খনন করছি। তবে ড্রেনেজ ব্যবস্থা ফসলি জমির আশির্বাদের জন্য টিকিয়ে রাখতে স্থায়ীভাবে পাকাকরণের প্রয়োজন রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর বিএডিসির সহকারী প্রকৌশলী ইমরুল কায়েস মির্জা কিরণ বলেন, আমাদের এ জেলায় ১৪২টি সচল সেচ পাম্পের মাধ্যমে কৃষকের সেচের চাহিদা মেটানো হচ্ছে। বিএডিসি জোনের আওতায় চাঁদপুর জেলায় যখন যেখানে সেচ প্রয়োজন সেখানে দ্রুততার সঙ্গে সাপোর্ট দেওয়া হবে। তবে সমস্যা সমাধানে আরও বৃহত্তর বরাদ্দ ও প্রকল্প আনার কাজ চলমান আছে।

অমরেশ/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়