ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

ফেরি রজনীগন্ধা থেকে পানি অপসারণের কাজ চলছে

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:০৫, ২৫ জানুয়ারি ২০২৪
ফেরি রজনীগন্ধা থেকে পানি অপসারণের কাজ চলছে

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের পর পানি অপসারণের কাজ চলছে। সেই সঙ্গে ফেরিতে জমে থাকা কাঁদা মাটি অপসারণ ও ভেঙে যাওয়া অংশ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত উদ্ধার হওয়া রজনীগন্ধা ফেরি ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান শাহ পরান ইমন বলেন, তীব্র শীত, পানির স্রোত ও কুয়াশা থাকার পরেও বুধবার রাত ১১টার দিকে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি উদ্ধার করা সম্ভব হয়।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ফেরিটি ঘাট এলাকা থেকে ভাটিতে এক কিলোমিটার দূরে রাখা হয়েছে। ফেরিটি সকাল থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে ফেরিটির হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ৮ দিনের চেষ্টার পর ফেরি রজনীগন্ধা উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া, ডুবে যাওয়া ৯টি যানবাহন ও নিখোঁজ ফেরির মাস্টারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

চন্দন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়