মুন্সীগঞ্জে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ২৩৩টি অবৈধ দোকান ও স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি নাজমুল হুদার নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগ সংশ্লিষ্টরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) নাজমুল হুদা বলেন, মুন্সীগঞ্জ সদরে যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় এ সিপাহীপাড়ায় অভিযান চালানো হয়। চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরের সরকারি জায়গা দখল করে ২৩৩টি অবৈধ স্থাপনা ও দোকান গড়ে তোলা হয়েছিলো। যথাযথ আইন মেনে সব উচ্ছেদ করা হয়েছে। এর মাধ্যমে ২একরের উপরে সরকারি জায়গা দখল মুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।
তিনি আরও বলেন, জেলার যেখানেই অবৈধ স্থাপনা থাকবে সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হবে।
রতন/ফয়সাল