ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

ময়মনসিংহে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৪২, ২৬ জানুয়ারি ২০২৪
ময়মনসিংহে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহের ভালুকায় মদিনা রিসাইকেল মিলের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার মেদুয়ারী এলাকায় মদিনা রিসাইকেল মিলের একটি গুদামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, রাত দেড়টার দিকে মদিনা রিসাইকেল মিলের তুলার একটি শেডে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কি কারণে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে। তবে, এই ঘটনায় কোন হতাহত হয়নি।

আরো পড়ুন:

কারখানার ম্যানেজার আতিকুর রহমান বলেন, কি কারণে গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে, এই অগ্নিকান্ডে গোডাউনে থাকা ৪০ লাখ টাকার তুলা পুড়ে গেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাহমুদুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়