ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ময়মনসিংহে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ২৬ জানুয়ারি ২০২৪  
ময়মনসিংহে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

‘মিলে নবীণ-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে নগরীর শ্যামাচরণ রায় রোডে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজিজুর রহমান। 

ঢাকা উত্তরের কাস্টমস এক্সইজ ও ভ্যাট বিভাগের অতিরিক্ত কমিশানর মোহাম্মদ মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবি’র ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার কর্ণেল জিল্লাল হোসেন, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আমিনুল হক শামীম ও কর কমিশনার আশরাফুজ্জামান। অনুষ্ঠানে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুরের আমদানি-রপ্তানিকারকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভ্যাট বিভাগের অবদানের কথা উল্লেখ করে সবাইকে নিয়মিত ভ্যাট ও কর পরিশোধের আহ্বান জানান। 

আরো পড়ুন:

মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়