মাঝারি শৈত্যপ্রবাহ: পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের প্রকোপ। জেলার ওপর দিয়ে কয়েকদিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল একই সময় এখানে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
এদিকে, রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে পথঘাট। ফলে শ্রমজীবীরা সময়মত কাজে যেতে পারছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়ে রোদের দেখা মিললেও বিকেলের পরে আবারও বাড়ে শীতের দাপট।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আকাশের উপরিভাগে মেঘ ও ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে আসছে না। ফলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
নাঈম/কেআই