ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

কুড়িগ্রামে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, চরম দুর্ভোগে কৃষক

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:৫৭, ২৭ জানুয়ারি ২০২৪
কুড়িগ্রামে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, চরম দুর্ভোগে কৃষক

উত্তরের জেলা কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নিম্নগামী থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ জেলার কৃষকরা। কনকনে ঠান্ডা উপেক্ষা করে বোরো ক্ষেতে কাজ শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারছেন না তারা। ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা।

আজ শনিবার (২৭ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন, চার দিন তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকার কৃষক মনতাজ আলী জানান, এই ঠান্ডায় ঠিকমতো রোয়া লাগাতে পারছেন না। 


 

/সৈকত/লিপি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়