ঘন কুয়াশায় সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে দুমড়ে মুচড়ে গেলো বাস-ট্রাক, আহত ৪
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় মুখোমুখি সংঘর্ষে একটি বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে গেছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।
রোববার(২৮ জানুয়ারি) সকালে জেলার ভূল্লী কচুবাড়ি ভাটা এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন (৩০), টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজ কান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব (২৫) একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু (৫০) এবং নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড়গামী একটি মাছ বহনকারী ট্রাক ও পঞ্চগড় থেকে ছেড়ে জামালপুরের উদ্দেশে রওনা হওয়া শিবু কোচের সাথে ঘনকুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হিমেল/টিপু