ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

শেরপুরে ১০ গরু-ছাগলসহ বসতবাড়ি পুড়ে ছাই

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২৮ জানুয়ারি ২০২৪  
শেরপুরে ১০ গরু-ছাগলসহ বসতবাড়ি পুড়ে ছাই

শেরপুরের শ্রীবরদীতে আগুন লেগে বসতবাড়ি ও গোয়াল ঘরসহ দুইটি গরু ও আটটি ছাগল পুড়ে ছাই হয়েছে। 

রোববার (২৮ জানুয়ারি) ভোর রাতে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে ভাটি লংগর পাড়া দিলুব্যাপারী বাজার সংলগ্ন মৃত মকসেত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

জানা যায়, শনিবার রাতে মৃত মকসেত আলীর স্ত্রী জমেলা বেগম, তার ছেলে মো. জামান মিয়া ও ছেলের বৌ আল্পনা বেগম বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাতে গোয়ালঘরের দরজায় তালা দেওয়া ছিলো। হঠাৎ ভোর রাতে আগুনের শব্দ শুনে ঘুম থেকে উঠে চিৎকার শুরু করে পরিবারের সদস্যরা। আশেপাশে লোকজন দৌড়ে এসে উদ্ধারের চেষ্টা করে। গোয়াল ঘরটিতে তালা লাগানো থাকায় গরু ছাগল বের করা সম্ভব হয়নি। 

কৃষক মো. জামান মিয়া বলেন, আমাদের শেষ সম্বল বাড়িসহ গরু-ছাগল শেষ হয়ে গেলো। এখন আমাদের চলার মতো আর কিছু থাকলো না। বউ বাচ্চা ও বৃদ্ধ মাকে নিয়ে এখন কোথায় যাবো।

খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া বলেন, পরিবারটির আর্থিক অবস্থা খারাপ। তারপরও তাদের সহায় সম্বল সব শেষ হয়ে গেলো। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনুদানের ব্যবস্থা করা হবে। তবে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
 

তারিকুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়