ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

অনুমতি ছাড়াই ফেনীতে চলছে শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি 

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২৮ জানুয়ারি ২০২৪  
অনুমতি ছাড়াই ফেনীতে চলছে শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি 

ফেনীর ওয়াপদা মাঠে চলছে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন

জেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ও ভূমি মালিক কর্তৃপক্ষের পৃথকভাবে অনুমতির বাধ্যবাধকতা থাকলেও অনুমতি ছাড়াই পানি উন্নয়ন বোর্ড ফেনীর মালিকানাধীন ‘ওয়াপদা মাঠে’ চলছে শিল্প ও বাণিজ্য মেলার জোর প্রস্তুতি। নিয়মনীতির তোয়াক্কা না করে কেবল মাত্র ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মেলা আয়োজনের প্রস্তুতি চালাচ্ছে মুক্তিযোদ্ধা হেল্প ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে শেষ হয়েছে মেলার ৫০/৬০ শতাংশ কাজ। আগামী ১ ফেব্রুয়ারি মেলা উদ্বোধনের কথাও রয়েছে। 

সরেজমিনে শনিবার (২৭ জানুয়ারি)  বিকেলে ওয়াপদা মাঠে গিয়ে দেখা যায়, মাঠের চারপাশে টিনের বেড়া দিয়ে ভেতরে প্রায় দেড় শতাধিক স্টল নির্মাণ করা হয়েছে। স্টল বরাদ্দ পাওয়া ব্যবসায়ীরা ইতোমধ্যে ডেকোরেশনের কাজও শুরু করেছেন। প্রতিটি স্টল থেকে নেওয়া হচ্ছে ৯৫ হাজার টাকা। এসব স্টল বরাদ্দ দিয়ে আয় হবে প্রায় দেড় কোটি টাকা।

মেলার আয়োজন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা হেল্প ফাউন্ডেশনের মালিক মো. ফরহাদ বলেন, মেলার অনুমোদন বিষয় আমাদের কাজ নয়। ফেনী চেম্বার অব কমার্সের সঙ্গে চুক্তি করে আমরা ইভেন্টের কাজ করে থাকি। চেম্বার থেকে নির্দেশনা পেয়ে আমরা মেলার প্রস্তুতি কাজ শুরু করেছি। অনুমতির বিষয়ে আমার কিছু জানা নেই।

পানি উন্নয়ন বোর্ড ফেনীর মালিকানাধীন মাঠে বানিজ্য মেলার প্রস্তুতি কাজ চললেও প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী (পুর) মোহাম্মদ রাশেদ শাহরিয়ার জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, ‘কিছুদিন আগে ফেনীর ওয়াপদা মাঠে মেলা আয়োজনের জন্য আমাদের কাছে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা মৌখিক অনুমতি চেয়ছেন। আমরা এখনো তাদের কোনো অনুমতি দেয়নি। আমরা তাদের বলেছি, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষ থেকে মেলা আয়োজনের অনুমতি নিয়ে আসলে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হবে।’

অনুমতি ছাড়াই ওয়াপদা মাঠে মেলার ৫০/৬০ শতাংশ কাজ শেষ হওয়া প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদের কাজ শুরু করা উচিত ছিল।’

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবির শামীম বলেন, ‘মেলা থেকে আসা আয় দিয়েই চেম্বার অব কমার্স চলে। এজন্যই বছরে একবার শিল্প ও বাণিজ্য মেলার উদ্যোগ নেওয়া হয়। আগামী ১ ফেব্রুয়ারি মেলা শুরুর কথা থাকলেও হয়তো আরও কিছুদিন সময় লাগবে।’

অনুমতি ছাড়া মেলার প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড থেকে অনুমতি চাওয়া হয়েছে। আগামীকালই এটি পাওয়া যাবে। এরপর জেলা প্রশাসকের অনুমতি চাওয়া হবে।’

ফেনী পুলিশ সুপার (এসপি) মো. জাকির হাসান বলেন, ‘মেলার অনুমতি দিয়ে থাকেন জেলা প্রশাসক। আমরা আইনশৃঙ্খলার বিষয় নিশ্চিত করে থাকি। এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কোনো আবেদন আসেনি।’

মেলা আয়োজনের প্রস্তুতি শেষের দিকে হলেও এবিষয়ে কিছুই জানেন না ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। জেলা প্রশাসক বলেন, ‘ফেনীতে বাণিজ্য মেলার অনুমতির বিষয়ে এখন পর্যন্ত কোনো আবেদন আসেনি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং  কাউকে মেলার অনুমতি বা অনুমোদনও দেওয়া হয়নি। এ ক্ষেত্রে কেউ যদি অনুমতি ছাড়াই মেলার আয়োজন করতে চান তার বিরুদ্ধে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

প্রসঙ্গত, স্থানীয়ভাবে বাণিজ্য মেলা আয়োজনের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত পরিপত্রে বলা আছে, মেলা আয়োজনকারীকে সংশ্লিষ্ট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নামে ৫০০ টাকা এবং চালানের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে ৫ হাজার টাকা জমা করতে হবে। উক্ত চেম্বারের সুপারিশক্রমে স্থানীয় পুলিশ বিভাগের মতামত গ্রহণ করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক শর্তাবলী সাপেক্ষে ১ মাসের জন্য মেলা আয়োজনের অনুমতি প্রদান করতে পারবেন।

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়