ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা
ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বাংলাদেশে প্রথমবারের মতো ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন’ সিসি ক্যামেরা চালু হতে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম সড়কে। উন্নত মানের অত্যাধুনিক এসব ক্যামেরা বসানোর কাজ প্রায় শেষ পর্যায়। আগামী মাসের মধ্যে ক্যামেরা চালু করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খান।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে ফেনী মহিপাল হাইওয়ে থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অ্যাডিশনাল আইজি শাহাবুদ্দিন খান বলেন, ২৫০ কিলোমিটার মহাসড়ক জুড়ে স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক এই ক্যামেরা। কাজটি দ্রুত গতিতে চলছে। এটি চালু হলে সুফল পাবেন মহাসড়কে চলাচলরত যাত্রী ও চালকরা। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করণে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এসব ক্যামেরার ফুটেজ মামলা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি জাফর উদ্দিন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক রিপন, শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা।