৬.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:২৯, ২৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ০৯:৩১, ২৯ জানুয়ারি ২০২৪
টানা শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুর। কনকনে ঠান্ডায় দিনাজপুরে তাপমাত্রার পারদ নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, তীব্র শীত ও টানা শৈত্যপ্রবাহে জেলায় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি।
মোসলেম/কেআই