ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নীলফামারীর সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে মঙ্গলবার

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২৯ জানুয়ারি ২০২৪  
নীলফামারীর সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে মঙ্গলবার

শৈত্যপ্রবাহে নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয় মঙ্গলবার (৩০ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে না আসার কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্দেশনা মোতাবেক ৩০ জানুয়ারি (মঙ্গলবার) মাধ্যমিক স্তরে শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার ওপর নির্ভর করবে বিদ্যালয় খুঁলবে না বন্ধ থাকবে। আজ সোমবারও বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম বন্ধ ছিল বলেও জানান তিনি। 

নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, শিশুদের ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা করতে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার ওপর নির্ভর করবে কবে বিদ্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

আরো পড়ুন:

সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়