ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

হবিগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজি, মুচলেকায় মুক্তি 

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ৩০ জানুয়ারি ২০২৪  
হবিগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজি, মুচলেকায় মুক্তি 

আটক হাতি দুটি

হবিগঞ্জে স্থানীয়দের কাছ থেকে হাতি দিয়ে চাঁদা তোলার অভিযোগে দুটি হাতি আটক করা হয়। পরে হাতির মালিক ‘চাঁদা তুলবেন না’ মর্মে মুচলেকা দিলে ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অফিসে হাতির মালিক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি এলাকার বাসিন্দা সালমান মিয়া মুচলেকা দেন।

এর আগে দুপুরে স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগান এলাকা থেকে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা হাতি দুটি আটক করেন।

আরো পড়ুন:

রাতে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, সালমান মিয়া তার সঙ্গী হাতি নিয়ে রাজকান্দি থেকে কামাইছড়া এলাকায় এসে লোকজনের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। স্থানীয়রা অভিযোগ দিলে হাতিগুলো আটক করা হয়। পরে হাতির মালিক সালমান মিয়া এভাবে টাকা সংগ্রহ করবেন না বলে মুচলেকা দিয়ে হাতিগুলো নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।  
 

মামুন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়