জয়পুরহাটে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা
জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ বাতিল ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জয়পুরহাটে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে শহরের নতুনহাট এলাকা থেকে পতাকা মিছিল বের হতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ‘আমাদের অনেক নেতাকর্মী কারাগারে। বর্তমান ডামি সংসদে দেশ ও জনগণের কথা বলার মতো কেউ নেই। আওয়ামী লীগ দেশকে তাদের দলীয় সম্পত্তিতে পরিণত করেছে।’
মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনাসহ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তিনি।
শামীম/বকুল