ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নারায়ণগঞ্জের ১৫ ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা 

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ৩১ জানুয়ারি ২০২৪  
নারায়ণগঞ্জের ১৫ ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা 

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ১৫টি অবৈধ ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার মদনপুর কেওঢালা এলাকার ওই ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজি তামজিদ। 

অভিযান চলাকালে এনবিএম ব্রিকস ফিল্ড, রুপা ব্রিকস ফিল্ড ও আনন্দ ব্রিকস ফিল্ডকে ৬ লাখ টাকা করে এবং অন্য ১২টি ইটভাটাকে ৩ লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ১৫টি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক শেখ মুজাহিদ বলেন ,অবৈধভাবে ইটভাটা স্থাপন করে পরিবেশ দূষণ করায় এবং সরকারি আইন ভঙ্গ করায় ১৫টি অবৈধ ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটাগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অনিক/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়