দিনাজপুরে তাপমাত্রা আরও বেড়েছে
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২৪
হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার পরে দিনাজপুরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনাজপুর আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস।
মোসলেম/কেআই