ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

দিনাজপুরে সরিষা কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক 

 দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:১৯, ১ ফেব্রুয়ারি ২০২৪
দিনাজপুরে সরিষা কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক 

চলতি শীত মৌসুমে দিনাজপুর জেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। সরিষা কাটা-মাড়াই শেষ করে দ্রুত এসব জমিতে বোরো ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা।

হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, এবার আমি সাড়ে চার বিঘা জমিতে সরিষার চাষ করেছি। ফলন অনেক ভালো হয়েছে। প্রায় জমিতে সরিষা পাক ধরেছে, কাটা-মাড়াই শুরু করেছি। আবার এসব জমিতে বোরো ধান চাষ করবো। তাই দ্রুত সরিষা কেটে ঘরে তুলছি। 

জালালপুর গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন বলেন, এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে আমার ৫ হাজার টাকা খরচ হয়েছে। বিঘাপ্রতি ৬ থেকে ৭ মণ সরিষার ফলন হয়েছে। দামও আশা করছি ভালো পাবো।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, চলতি শীত মৌসুমে উপজেলায় ৩ হাজার ৩৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিলো ২ হাজার ৯৫৫ হেক্টর। গত বছর এই উপজেলায় সরিষার চাষ হয়েছিলো ১৪০০ হেক্টর জমিতে। এ বছর আমরা উপজেলায় মোট ৩ হাজার ২০০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করেছি। এবার উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে।

দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান বলেন, জেলায় ২৭ হাজার ১৬৯ হেক্টর জমিতে সরিষার চাষের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে লক্ষ্যমাত্রা পেরিয়ে ২৭ হাজার ৩৬৯ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ফলন অনেক ভালো হয়েছে। 

/মোসলেম/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়