ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

শীতে ভোগান্তি বাড়িয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৪  
শীতে ভোগান্তি বাড়িয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

পটুয়াখালীতে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীতের মধ্যে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। দুশ্চিন্তায় আছেন তরমুজ ও সবজি চাষিরাও। বৃষ্টির ধারা অব্যাহত থাকলে বড় ক্ষতির শঙ্কা করছেন তারা।

পটুয়াখালী পৌর শহরের ভ্যানচালক পারভেজ মিয়া বলেন, সকালে ভ্যান নিয়ে বের হয়েছিলাম। তবে ৯টার পরে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সাড়ে ১০টা পর্যন্ত বৃষ্টির কারণে ভ্যান চালানো বন্ধ রাখতে হয়েছে। বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। সেই সঙ্গে তীব্র শীত অনুভূত হচ্ছে।

রিকশাচালক ফরিদ হোসেন বলেন, সকাল ৯টার দিকে রাস্তায় বের হওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে বাজারে মানুষের যাতায়াত কম। তাই আয়ও আজ কম। অসময়ের বৃষ্টিতে ভোগান্তির শেষ থাকে না।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকালও উপকূলের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। তবে শীতের তীব্রতা কিছুটা কমবে।

ইমরান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়