সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার খুকনী জুগীপাড়ার বাবলু মিস্ত্রির স্ত্রী শ্রীরানী মিতু বিশ্বাস ও তার মেয়ে ইচ্ছা বিশ্বাস।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার বলেন, পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। মাদলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মিতু ও তার মেয়ে মারা যায়। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও ৪ জন।
রাসেল/কেআই