সাভারে তক্ষকসহ আটক ২
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাভারের আশুলিয়ায় তক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রাতে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার আয়নাল মার্কেটের পাশে তোফাজ্জল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার আয়নাল মার্কেট সংলগ্ন মৃত আব্দুস সাত্তারের ছেলে তোফাজ্জল হোসেন (৩৮)। তিনি তক্ষক বিক্রেতা বলে জানা গেছে।
অপরজন, তক্ষক ক্রেতা মো. রেজাউল ইসলাম (৪৫)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর থানার বিনদগালা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি তক্ষকসহ দুজনকে আটক করা হয়। তারা তক্ষকটি কোটি টাকায় ক্রয়-বিক্রয়ের চেষ্টা করছিল।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটকদের একজন বিক্রেতা অপরজন ক্রেতা। তারা দুজনই তক্ষক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সাব্বির/কেআই