ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

কুষ্টিয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যুবকের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২ ফেব্রুয়ারি ২০২৪  
কুষ্টিয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যুবকের কারাদণ্ড

কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় শিট পরিবর্তন করার অভিযোগে সুমন (২৭) নামে এক যুবককে ৭দিনের কারাদণ্ড এবং শিটের নিচের অংশ পূরণ না করার কারণে ৫জনকে বহিষ্কারের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন এ সাজা দেন। রায় ঘোষণার পর অভিযুক্ত ওই যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত ওই যুবক হলেন মিরপুর উপজেলার রামনগর রফিকুল ইসলামের ছেলে সুমন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সারাদেশের মতো কুষ্টিয়াতেও দ্বিতীয় ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে একটি কেন্দ্রে ৬৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩৮ জন পরীক্ষা দেওয়ার সময়ে অভিযুক্ত ব্যক্তি ওএমআর শিট পরিবর্তন করেন। বিষয়টি দায়িত্বে থাকা পরীক্ষকের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত প্রমাণ শেষে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আরো পড়ুন:

কাঞ্চন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়