ঢাকা     সোমবার   ১১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৭ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ২ ফেব্রুয়ারি ২০২৪  
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে ‘মাছে ভাতে বাঙালি, ঐতিহ্যমণ্ডিত পিঠাপুলি রন্ধন আর পিঠার বাহারে শিল্পী আছে ঘরে ঘরে’এ স্লোগানে শেষ হলো জাতীয় পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জেলার খুদে শিল্পীদের নাচেগানে শেষ হয়ে গেল তিনদিনের এই আয়োজন। এই মেলার আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।

পিঠা মেলায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ১২টি প্রতিষ্ঠান অংশ নেয়। শতাধিক পিঠার কারিগর এ মেলায় নিয়ে এসেছেন বাহারি রকমের ভিন্ন স্বাদের পিঠা। এসব পিঠা বিক্রি হয়েছে ৫টাকা থেকে শুরু করে ৮০টাকা পর্যন্ত।

পিঠার স্বাদ নিতে এসেছে দর্শনার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ উপভোগ করেছেন। অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে লোক নৃত্য, লোক সঙ্গীতানুষ্ঠান, একক ও সমবেত নৃত্য, কবিতা আবৃত্তি, লালনগীতি, একক সংগীত ও দলীয় সংগীত ইত্যাদি। গত তিনদিনের পুরো অনুষ্ঠানই সফল হয়ে ওঠে সঞ্চালকের দারুণ উপস্থাপনায়।

পিঠা মেলা ও সংস্কৃতি উৎসবের সমাপনীতে শিল্পীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রফেরস ড. এএইচএম তাহমিদুর রহমান, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. গোলাম মোস্তফা, উদীচী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন প্রমুখ।

শিয়াম/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়