টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলের কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তারা মারা যান।
বঙ্গসেতু পূর্ব থানার এসআই তৈয়ব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বঙ্গসেতু পূর্ব থানার এসআই তৈয়ব আলী জানান, উত্তবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কালিহাতীর আনালিয়াবড়ি এলাকায় এসে বিকল হয়। যাত্রীরা গাড়ি থেকে নেমে রেললাইন ধরে হাঁটাহাঁটি করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।
কাওছার/মাসুদ