ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

খাবারের সন্ধানে বের হয়ে আটকা, নির্যাতনে মারা গেছে বিরল গন্ধগোকুল

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:১১, ৩ ফেব্রুয়ারি ২০২৪
খাবারের সন্ধানে বের হয়ে আটকা, নির্যাতনে মারা গেছে বিরল গন্ধগোকুল

কুষ্টিয়ার দৌলতপুরে খাবারের সন্ধানে বের হয়ে আটকা পড়েছিল বিপন্ন বন্যপ্রাণী গন্ধগোকুল। পরে রাতভর এটিকে নির্যাতন করা হয়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে প্রাণীটি মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের পার্শ্ববর্তী মানিকদিয়াড় গ্রামের মো. তারিফ আলীর বাড়িতে খাবারের সন্ধানে ঢুকে আটকা পড়ে প্রাণীটি। পরে রাতভর নির্যাতনের পর পরের দিন সকালে বাড়ির পাশের মাঠে ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়। খবর পেয়ে অসুস্থ ও আহতাবস্থায় প্রাণীটিকে উদ্ধার করে নিজ বাড়িতে চিকিৎসাসেবা দেন স্থানীয় গণমাধ্যম কর্মী শহিদুল ইসলাম সোহাগ।

সোহাগ বলেন, অসুস্থ অবস্থায় উদ্ধার করা প্রাণীটিকে খাঁচার মধ্যে আটকে রেখে বন্যপ্রাণী সুরক্ষায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা কুষ্টিয়ার নাব্বির আল নাফিজ ও আহসান হাবিব বিদ্যুৎকে খবর দেওয়া হয়।

নাব্বির বলেন, চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে মারা যায় বিরল গন্ধগোকুলটি। ধারণা করা হচ্ছে, প্রাণীটির মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করেছে কেউ।

কাঞ্চন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়