ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

দুর্ঘটনার পর বালুবাহী ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মো. রাহিম মিয়া (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ফ্রেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার সামনে সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রহিম মিয়া উপজেলার বড্ডা পাড়া এলাকার মৃত আহাদ মিয়ার ছেলে। তিনি সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার শিক্ষক।

প্রত্যক্ষদর্শী মো. নূরুল হুদা জানিয়েছেন, বালুবাহী ট্রাক্টরটি সরাইল থেকে নাসিরনগরের দিকে যাওয়ার পথে রহিম মিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি বলেন, এই আঞ্চলিক সড়কে অবৈধ ট্রাক্টরের চলাচল যতদিন বন্ধ করা না হবে, ততদিন এমন দুর্ঘটনা ঘটবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি করা উচিত।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। তবে, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

রুবেল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়