তিন দিনের সফরে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
পাহাড়ি জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালিতে তিন দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ১০-১২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সাজেক সফর করবেন বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শামীম হোসেন।
সূত্রে জানা গেছে , রাষ্ট্রপতির আগমন উপলক্ষে শনিবার সাজেকে একটি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ এবং জেলার বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বমর্ণ বলেন, রাষ্ট্রপতি আগমন উপলক্ষে একটি সভা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি নিশ্চিত হওয়া যাবে কখন রাষ্ট্রপতি সাজেক সফরে আসবেন।
প্রসঙ্গত, গত বছরের ২০-২২ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাষ্ট্রপতির সাজেক সফরের সিডিউল থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত’ সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন সাজেক কটেজ মালিক সমিতি।
বিজয়/মাসুদ