ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৪ ফেব্রুয়ারি ২০২৪  
সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে তিনতলা ভবনের ছাদে উঠে সাইবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে পৌর শহরের গোহাটা মোড়ে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) এবং বৈলর বাঁশ কুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৩)।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদ মিয়া বলেন, ঘটনার দিন রাতে পৌর শহরের গোহাটা মোড়ের একটি তিনতলা ভবনে ছাদে সাইনবোর্ড লাগানোর জন্য উঠেন শ্রমিক সুমন ও নুর মোহাম্মদ। ছাদে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে শক খেয়ে নিচে পড়ে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে নুর মোহাম্মদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতেই নুর মোহাম্মদ ঢাকা নেওয়ার পথে মারা যায়।

চাঁদ মিয়া বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মিলন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়