ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

উপজেলা নির্বাচনে আমার ছবি ব্যবহার করবেন না : মাশরাফি

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২৪
উপজেলা নির্বাচনে আমার ছবি ব্যবহার করবেন না : মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা

জাতীয় সংসদের হুইপ এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টারে তার ছবি ব্যবহার না করতে জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার ফেসবুক পোস্টে এ অনুরোধ করেন তিনি।

ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘আসন্ন উপজেলা নির্বাচনে আপনারা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা নির্বাচনে যারা অংশ নেবেন, যদি দলীয় প্রতীক না থাকে তাহলে দায়িত্বশীল পদে থেকে আমি কোনো প্রার্থীকেই সমর্থন জানাতে অপারগতা প্রকাশ করছি। আপনারা নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচন করে বিজয়ী হবেন সেটা আশা রাখি।’

আরো পড়ুন:

মাশরাফি আরও লিখেছেন, ‘উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আমার ছবি বা সমর্থনে কোনো লেখা আপনাদের প্রচারনায় ব্যবহার না করার জন্য বিশেষ অনুরোধ রাখছি।’

পোস্টের শেষে মাশরাফি লিখেছেন, ‘আমি আপনাদের সকলের, কোনো ব্যক্তি বিশেষের নয়।’
 

শরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়