ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘রিকশা-অটোরিকশা-টেম্পু চলাচল করলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়’

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৪
‘রিকশা-অটোরিকশা-টেম্পু চলাচল করলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়’

রিকশা, অটোরিকশা, টেম্পু বা ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করলে বিভাগীয় নগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীতে নগর সিটি সার্ভিস উদ্বোধনকালে একথা বলেন তিনি।

কমিশনার মনিরুজ্জামান বলেন, এই সিটি সার্ভিস রংপুরবাসীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অনেকে নানা স্বার্থের কারণে এর বিরোধিতা করতে পারেন। কিন্তু তারাই একদিন সফলতার জয়গান করবেন। সার্ভিসটি টেকসই করতে বাসমালিক সমিতিকে বাস দিয়ে সেবাটি সফল করতে সহযোগিতা চান তিনি। একই সঙ্গে চেম্বারসহ ব্যবসায়ী সংগঠনকেও বাস দিয়ে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

এদিকে, দীর্ঘদিন পর শহরে বাস চালুর খবরে খুশি নগরবাসী। বিআরটিসি ও বিআরটিএ-এর সহযোগীতায় সোমবার থেকেই নগরীর সিও বাজার থেকে তাজহাট, শাপলা চত্বর হয়ে সাতমাথা পর্যন্ত চলবে নগর সেবার দুটি বাস। তবে, আগের মতো যেন উদ্বোধনেই সার্ভিসটি থমকে না যায় এমন দাবি জানিয়েছেন যাত্রীসাধারণ।

দুপুরে সিও বাজারে বাসে যাত্রাকালে কথা হয় আলা উদ্দিন নামের এক শিক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, শহরের ছোট ছোট যাত্রায় এই সিটি সার্ভিসটি সুফল বয়ে আনবে। বিশেষ করে অটোরিকশার ভোগান্তি আর বেশি ভাড়া দেওয়া থেকে আমাদের মতো শিক্ষার্থীরা রক্ষা পাবে।

বাস কর্তৃপক্ষ থেকে জানানো হয়, প্রথম পর্যায়ে একটি রুটে চলাচলে প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪৫ পয়শা। আর সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি যাতায়াতের সুবিধা দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ২০১৯ সালে দ্বিতল দুটি বাস দিয়ে রংপুর মহানগরীতে নগর সার্ভিস সেবাটি চালু করেছিল সিটি করপোরেশন। নানা সীমাবন্ধতায় উদ্বোধনের পরেই তা বন্ধ হয়। পাঁচ বছর পর আবারো আনুষ্ঠানিকভাবে সার্ভিসটি চালু করলো রংপুর মেট্রোপলিটন পুলিশ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রংপুর বিআরটিএ-এর উপ-পরিচালক আব্দুল কুদ্দুস, রংপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) সুলতান আহমেদ, রংপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ইউনিয়নের বিভাগীয় সম্পাদক ও পরিবহন শ্রমীক নেতা এমএ মজিদসহ মহানগর পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।

আমিরুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়