ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

শেরপুরে পাঠাভ্যাস গড়ে তুলতে বুক রিভিউ প্রতিযোগিতার ঘোষণা

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৪
শেরপুরে পাঠাভ্যাস গড়ে তুলতে বুক রিভিউ প্রতিযোগিতার ঘোষণা

শেরপুরে বই পাঠাভ্যাস বৃদ্ধির মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও আলোকিত মানুষ গড়ে তুলতে জেলাব্যাপী বুক রিভিউ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, বই মানুষের অকৃত্রিম বন্ধু। বই আলোর পথ দেখায়, সমাজকে আলাকিত করে। কাজেই জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের নিয়ে পরবর্তীতে উপজেলা পর্যায়ে এবং সর্বশেষ জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ বছর থেকেই বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হবে। জেলা পর্যায়ে সেরা বই পাঠকদের আনুষ্ঠানিকভাবে ‘জেলা প্রশাসন পদক’ দেওয়া হবে। এর মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস বাড়বে এবং তারা আগামীর স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে।

জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যের ওপর বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফোওজিয়া আমিন দিনা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরু, শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মাঝে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, বেসরকারি গ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কবি তালাত মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শেরপুরের হারিয়ে যাওয়া পুঁথি পাঠ করেন গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি এম এইচ মুকুল। আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বই পাঠ, রচনা, চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

তারিকুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়