ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ের অপরাধে ইউপি সদস্য বরখাস্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ৫ ফেব্রুয়ারি ২০২৪  
ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ের অপরাধে ইউপি সদস্য বরখাস্ত

তুলা রায়

ঠাকুরগাঁওয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে সঙ্গে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য তুলা রায়। এই বাল্যবিবাহের দায়ে ইউপি সদস্য পদ থেকে তিনি বরখাস্ত হয়েছেন।

তুলা রায় রাণীশংকৈল উপজেলার বাঁচোর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পালিয়ে নিয়ে বাল্যবিয়ে করা জুই রাণী (১৪) উপজেলার রাতোর ইউনিয়নের গোবিনাথপুর গ্রামের সুঠিন চন্দ্র রায়ের মেয়ে। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ওই ইউপি সদস্যকে তার পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, গত ডিসেম্বর মাসে ওই শিক্ষার্থীকে নানাভাবে ফুসলিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তুলা রায়। এরপর তিনি গোপনে বিয়ে করেন। এছাড়াও ১৪ বছর আগে তুলা রায় প্রথম বিয়ে করেন। তার বাসায় স্ত্রী ও দুই স্কুল পড়ুয়া সন্তান রয়েছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ইউপি সদস্য তুলা রায়ের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছেন। ওই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 

হিমেল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়