ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সোনারগাঁয়ে যাত্রীবেশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৪
সোনারগাঁয়ে যাত্রীবেশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে ভাড়া নিয়ে চালক রজ্জব আলীকে (৫০) হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাঁড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক রজ্জব আলী (৫০) উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা। 

নিহতের ছেলে সানাউল্লাহ মিয়া জানান, তার বাবা সোমবার সকাল ৮টা দিকে অটোরিকশা নিয়ে বের হয়। বিকেলে থানা থেকে ফোন দিয়ে জানানো হয়, তার বাবাকে কে বা কারা হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে। 

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘আমার একটি ছেলে এবং দুটি মেয়ে। আমার স্বামী সহজ-সরল মানুষ। অটোরিকশা চালিয়ে তিনি আমাদের ভরণপোষণ দিতেন। আমি এ হত্যার বিচার চাই।’ 

আরো পড়ুন:

সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রীবেশে উঠে পরিকল্পিতভাবে খুন করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।  
 

অনিক/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়