ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

ফরিদপুরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা স্বপন

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ৬ ফেব্রুয়ারি ২০২৪  
ফরিদপুরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা স্বপন

একেএম কিবরিয়া স্বপন

দুই মাস ১৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে বেলা ১১টায় জেলা দায়রা জজ মো. আকবর আলী শেখ তাকে জামিন দেন।

জেলা বিএনপির সদস্য সচিবের জামিনের খবরে বিকেল ৪টা থেকে জেলগেটে হাজির হতে থাকেন নেতাকর্মীরা। সন্ধ্যা সাড়ে ৬টায় কিবরিয়া স্বপন জেলগেট থেকে বের হলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কিবরিয়া স্বপন নেতাকর্মীদের নিয়ে তার পূর্ব-খাবাসপুর বাস ভবনে যান।

গত ২১ নভেম্বর সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে স্বপন ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে।

পরে বিস্ফোরক মামলায় স্বপনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। আর সেই মামলায় ২ মাস ১৬ দিন কারাগারে ছিলেন। 

তামিম/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়