ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

লক্ষ্মীপুরে বাংলা ইশারা ভাষা দিবসের র‌্যালি অনুষ্ঠিত 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২৪  
লক্ষ্মীপুরে বাংলা ইশারা ভাষা দিবসের র‌্যালি অনুষ্ঠিত 

‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো বাংলা ইশারা ভাষা দিবস।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের  জেলা প্রশাসক সুরাইয়া জাহান। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান,  সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. শরীফ হোসেন প্রমুখ। পরে প্রতিবন্ধী ক্ষুদে শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

আরো পড়ুন:

জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়