জাবি শিক্ষক সমিতির মানববন্ধন
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ধর্ষণের প্রেক্ষিতে নেওয়া সিন্ডিকেটের সিদ্ধান্তসমূহের দ্রুত বাস্তবায়ন এবং বহিরাগত ও অছাত্র মুক্ত নিরাপদ বিশ্ববিদ্যালয় নিশ্চিতের দাবিতে বেলা ১২টায় শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতি।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আজ বিশ্ব পরিমণ্ডলে পদদলিত করেছে কিছু কুলাঙ্গার । আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই। আজকে যে পৈশাচিক ঘটনা ঘটেছে এটাকে বিছিন্ন ঘটনা বলে মনে করি না । আমি আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সাধুবাদ জানাই অভিযুক্তদের রিমান্ডে নিয়েছে কিন্তু এখানেই যেনো শেষ হয়ে না যায়। এর আগেও দেখেছি গ্রেপ্তার হলেও শেষ পর্যন্ত তারা বেরিয়ে আসে। সরকারের কাছে আমি দাবি জানাই এদের যেনো প্রকৃত বিচার হয়। আমরা আজ ধর্ষণের বিরোধিতা বা শাস্তি দাবি করছি কিন্তু আমরা তিলে তিলে যেটা গড়ে উঠতে দিয়েছি সেটার জন্য আমরা কি করেছি? প্রশাসন যেমন তড়িৎ গতিতে আমাদের এই দাবির প্রেক্ষিতে সিন্ডিকেটের মাধ্যমে একটা ব্যবস্থা নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এটা যেন দেখানোর জন্য না হয়, প্রকৃত অর্থে ৫ কর্মদিবসের মধ্যেই সকল অছাত্র ও বহিরাগত এবং কুলাঙ্গাররা যেন এখান থেকে চলে যায়।
এসময় মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
আহসান/ফয়সাল