ভারত থেকে দেশে ফিরল ২৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার নারী ও শিশুসহ ২৫ জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফেরত আসলেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন বলে জানান চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস।
পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাদের মধ্যে নারী ১২ জন, শিশু ১১ ও ২ জন পুরুষ।
ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমের হেফাজতে ছিল। পরবর্তীতে এদের নাগরিকত্ব যাচাই পূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে ফিরিয়ে আনা হয়েছে।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল বেনাপোল-পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ডে স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, বিজিবি এবং পুলিশ প্রশাসনের নিকট উদ্ধারকৃত এসব নারী ও শিশুদের হস্তান্তর করেন। এছাড়াও এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ এবং ভারতের বিভিন্ন সরকারি সংস্থা এবং বিএসএফ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রিটন/ফয়সাল