ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গোপালগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৯:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২৪
গোপালগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, অসুস্থ অবস্থায় বাড়িতে যায় ওই শিক্ষার্থী। এ সময় তার শারীরিক অসুস্থতা ও পোশাকে রক্ত দেখে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

‘জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী জানায়, মাদ্রাসার এক শিক্ষক তাকে নির্যাতন করেছে। হাসপাতালে শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’- বলেন তিনি।

ওসি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে মাদ্রাসায় গিয়েছিলাম। সেখানে কাউকে পাওয়া যায়নি। ধর্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দ্বীপ সাহা বলেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাদল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়