ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ফের ৭ ডিগ্রিতে 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২৪
পঞ্চগড়ে তাপমাত্রা কমে ফের ৭ ডিগ্রিতে 

একদিনের ব্যবধানে পঞ্চগড়ের তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে ঘন কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিলেছে সকালেই। রোদের তেমন উষ্ণতা না থাকলেও অনেকটাই কমেছে শীতের দাপট।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে, বুধবার একই সময়ে এখানে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিলো। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজকে আবার কমে এসেছে। তবে শীতে তীব্রতা তেমন নেই। 

নাঈম/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়