ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

লক্ষ্মীপুরে সদর হাসপাতাল

আটকের পর ৫ দালালের কারাদণ্ড, ৩ ফার্মেসিকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২৪  
আটকের পর ৫ দালালের কারাদণ্ড, ৩ ফার্মেসিকে জরিমানা

লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হয়। এদের মধ্যে ৫ জন দোষী সাব্যস্ত হওয়ায় তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ওমর ফারুক , আমিনুল , রহমান আল আজাদ  সুজন ও আকরাম হোসেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াই প্রু মারমা এ দণ্ড দেন।

এদিকে একই সময়ে জেলার রায়পুরে তিনটি ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের তিনটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন। 

এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মেসার্স এস জাহান ফার্মেসিকে ৩০ হাজার, আনোয়ারা ফার্মেসিকে ২০ হাজার ও মেসার্স এস,এস,কে সানি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

লিটন/টপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়