ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চুনারুঘাটে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০২৪  
চুনারুঘাটে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়ারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আতাউর রহমানের (৫৫) উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি আতাউর। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পায়নি। আজ সকালে গ্রামের এক পুকুরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, আতাউর রহমানের ইজিবাইকটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যার পরে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মামুন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়