ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

শিশু লামিয়া হত্যাকাণ্ড

জড়িত থাকার কথা স্বীকার করলেন মা আয়েশা 

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২৪  
জড়িত থাকার কথা স্বীকার করলেন মা আয়েশা 

ফেনীর পরশুরাম উপজেলার আলোচিত শিশু উম্মে সালমা লামিয়া (৭) হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে লামিয়ার আপন মা আয়েশা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। দায় স্বীকার করায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন খান।

শাহাদাৎ হোসেন খান বলেন, নিহত শিশু লামিয়া হত্যাকাণ্ডের পর এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে লামিয়ার মা আয়েশা আক্তার ও সৎমা রেহানা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। দীর্ঘসময় জিজ্ঞাসাবাদে নিহতের বাবা নুরুন্নবীর প্রথম স্ত্রী ও নিহত লামিয়ার মা আয়েশা আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই ব্যক্তিকে এখনও সনাক্ত করা যায়নি। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের জন্য আদালতের কাছে আয়েশার রিমান্ড আবেদন করা হবে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে সৎমা রেহানার জড়িত থাকার বিষয়ে কোনো তথ্য না পাওয়ায় বাদীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত লামিয়ার বড় বোন ১২ বছর বয়সী ফাতেমা আক্তার নিহার বরাত দিয়ে ওসি শাহাদাত হোসেন বলেন, হত্যাকারী ছিল দু’জন। উভয়ের মাথায় হেলমেট ছিল। তবে তারা বাসায় ঢুকে হেলমেট খুলে ফেলেন। তাদের মধ্যে একজনের গায়ের রং কালো ও সামান্য মোটা। এর আগেও দু’জনকে পরশুরাম স্টেশন রোডে দেখেছে নিহা। দু’জনের সঙ্গেই তার মায়ের পরিচয় ছিল।

মামলার বাদী লামিয়ার বাবা মো. নুরুন্নবী বলেন, আমার প্রথম স্ত্রী আয়েশার সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আমার বিরোধ চলছিল। আয়েশার পরিকল্পনাতেই আমাকে ফাঁসাতে লামিয়াকে হত্যার পরিকল্পনা করা হতে পারে। দ্বিতীয় স্ত্রী রেহানা আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে আমার জিম্মায় আজ সকালে পুলিশ ছেড়ে দিয়েছে।

আরও পড়ুন: আমাকে ফাঁসাতেই হত্যার পরিকল্পনা, দাবি বাবার

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে হেলমেট পরা দুই যুবক বাসায় গিয়ে শিশু লামিয়াকে হাত-মুখ-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এসময় তার বড় বোন ফাতেমা আক্তার নিহা (১২) কৌশলে পালিয়ে পাশের কক্ষে ঢুকে দরজা আটকে দেয়। লামিয়াকে হত্যার পর দুই যুবক চলে গেলে নিহা দৌড়ে পাশের ঘরে গিয়ে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা নিহাকে উদ্ধার করে।

সাহাব/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়