ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

নারায়ণগঞ্জে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণ, দগ্ধ ১৪

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:০৪, ৮ ফেব্রুয়ারি ২০২৪
নারায়ণগঞ্জে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণ, দগ্ধ ১৪

নারায়ণগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফতুল্লা কাশিপুর হাটখোলায় ক্রোনি এ্যাপারেলসে ওই দুর্ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- পলাশ কান্তি মন্ডল, জিতু, মুকুল, শান্ত, আমির মিয়া, মিঠুন বিশ্বাস, কামরুল, রুবেল, মনির, রিপন, শফিক, মেহেদী, জাকির ও মাহবুব কাজি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় গ্যাস পাইপলাইন বিস্ফোরিত হয়েছে। এদের মধ্যে ১৪জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩জন শঙ্কামুক্ত আছেন। তবে একজনকে আমরা পর্যবেক্ষণের জন্য বার্ন ইউনিটে ভর্তি করেছি। তার নাম জিতু (৪০), তিনি ৩০ ভাগ দগ্ধ হয়েছেন। সে ওই পোশাক কারখানার শ্রমিক বলে প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, গ্যাস লাইনের পাইপ লাইনে বিস্ফোরণ হয়। তবে সবাই আশঙ্কা মুক্ত বলে জেনেছি।

অনিক/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়