ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

অসময়ে হিলি বন্দরে আসছে ভারতীয় সজনে ডাঁটা 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২৪  
অসময়ে হিলি বন্দরে আসছে ভারতীয় সজনে ডাঁটা 

অসময়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি হচ্ছে ভারতীয় সজনে ডাঁটা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি চেকপোস্ট দিয়ে একটি ট্রাকে ৭ মেট্রিক টন ৩৮০ কেজি ভারতীয় সজনে ডাঁটা এ বন্দরে প্রবেশ করে।

আমদানিকারক মেসার্স খন্দকার এন্টারপ্রাইজের প্রতিনিধি কাঞ্চন হোসেন বলেন, আজ ৭ টন ৩৮০ কেজি সজনে ডাঁটা আমরা ভারত থেকে আমদানি করলাম। দেশের বাজারে এখনও দেশি সজনে ডাঁটা উঠেনি। সেহেতু আশা করছি বাজারে এই ডাঁটাগুলোর চাহিদা বেশি পাব। তবে দর কত পাব, সেটা বাজারজাত করলে বোঝা যাবে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক জানান, হিলি বন্দরে ভারত থেকে সজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে। দুপুরে এক মিনি ট্রাক সজনে ডাঁটা এসে পৌঁছেছে। যেহেতু এগুলো কাঁচা পচনশীল পণ্য, সেহেতু দ্রুত কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে ছাড়পত্র দেওয়া হবে।

মোসলেম/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়