আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল কার্যক্রম। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, সৌদি আরব, কুয়েত, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী মুসল্লিরা ইজতেমার ময়দানে পৌঁছেছেন। ধর্মীয় সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
ইজতেমার ময়দান ও আশপাশের এলাকায় নিরপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ওই এলাকায় সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয় ৪ ফেব্রুয়ারি।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ৬ জন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। নিহতদের মধ্যে ৫ জন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
/রেজাউল/সাইফ/